করেরহাটে আবু ছালেক কোম্পানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের করেরহাটে মরহুম আবু ছালেক কোম্পানি (চেয়ারম্যান) মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

২৭ নভেম্বর (শুক্রবার) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা (ফরেস্ট অফিস) ওয়াপদা মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ক্লাবের আয়োজনে সংগঠনের উপদেষ্টা দীন মোহাম্মদ দিলু ও সাধারণ সম্পাদক শামীম ওসমান এর যৌথ সঞ্চালনায় এবং রিয়াজুল হাসান ব্রিকস ম্যানুফ্যাকচারিং এর ব্যবস্থাপনা পরিচালক ও করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান মুরাদের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শহীদুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল ভূইয়া, করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল হক, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার ক্রিড়া সম্পাদক আকতার হোসেন, সুপ্ত প্রতিভার সাবেক সভাপতি আল শাহরিয়ার হাসান সোহান, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি হাসান আলী।

ফুটবল একাডেমি অব অভিযান ক্লাব ও রহমতপুর একতা ক্রীড়া সংঘের মধ্যকার ফাইনাল খেলায় ১-১ গোলে সমতা হওয়ায় ট্রাইবেকারে ৩-২ গোলে অভিযান ক্লাব বিজয়ী হয়।

ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হয় অভিযান ক্লাবের জিশান। ম্যান অব দি টুর্নামেন্ট অভিযান ক্লাবের আরিফ। সেরা গোলরক্ষক রহমতপুর একতা ক্রীড়া সংঘের রফিকুল ইসলাম।
সেরা গোলদাতা রহমতপুর একতা ক্রীড়া সংঘের সাকিব।
সেরা সংগঠন তুহিন, তারেক, ইকবাল। সেরা দর্শক সোহাগ, সাহাব উদ্দিন, মামুন।

উক্ত ফাইনাল খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আব্দু শুক্কুর সবুজ ও জসিম উদ্দিন।খেলা পরিচালনা করেন জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম মানিক, দেলোয়ার হোসেন।

টুর্নামেন্টের আহবায়ক হিসেবে ছিলেন অনির্বাণ ক্লাবের সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা ও টুর্নামেন্ট সচিব এর দায়িত্বে ছিলেন সংগঠনের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম রাসেল।

টুর্নামেন্টে স্পন্সর হিসেবে রিয়াজুল হাসান ব্রিকস ম্যানুফ্যাকচারিং, কো- স্পন্সর হিসেবে বিসমিল্লাহ টিম্বার এন্ড ফার্নিচার মার্ট এবং নিয়মিত স্পন্সর হিসেবে ছিলো সুবর্ণা এন্টারপ্রাইজ।

সার্বিক সহযোগিতায় ছিলেন অনির্বাণ ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, সহ-সভাপতি মিজান আল ফারাবী সহ সংগঠনের সদস্যরা।

ফাইনাল খেলা শুরু হওয়ার আগে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

গত ১৫ ই অক্টোবর থেকে শুরু হওয়া উক্ত টুর্নামেন্টে মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি ও ছাগলনাইয়া উপজেলার মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।

উক্ত ফাইনাল খেলায় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, সংবাদ কর্মী, রাজনৈতিক নেতা কর্মী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*