ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩ ডাকাত অস্ত্রসহ র‍্যাবের হাতে ধরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় ট্রাক থামিয়ে নিয়মিত চাঁদা নিতো তারা৷ রাতে বাস ও ট্রাক থেকে সুযোগ বুঝে করতো ডাকাতিও। আবার এলাকায় চালাতো তারা সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব খবর যায় র‍্যাব-৭ চট্টগ্রামের সদর দফতরে৷

তাদের গ্রেফতারে র‍্যাব অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। শেষমেশ মঙ্গলবার (৯ জুন) রাত ১০টায় এই ডাকাত দলের ৩ সদস্যকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

সীতাকুণ্ড থানার রহমতপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এই ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি ওয়ানশুটারগান, ৭ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র।

আটককৃতরা হলেন, মো. ইমাম হেসেন (২০), মো. ইকবাল হোসেন(২৫) ও মোস্তফা কামাল (২৩)।

র‍্যাব জানায়, আটককৃতরা সীতাকুণ্ড এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাস, ট্রাকে চাঁদাবাজি ও ডাকাতি করে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তাদের গ্রেফতারে অভিযান চালায় র‍্যাব। সীতাকুন্ড থানার রহমতপুরের উত্তর সোনারপাড়ার কেওয়াই স্টীল মিল পাশে রেল ব্রীজ এলাকা থেকে র‍্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে।

জানা গেছে, গ্রেফতার ইকবাল হোসেনের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় ২টি ডাকাতি মামলা রয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*