নাট্যকার মঈন উদ্দিন আহমদ সেলিমকে মিরসরাই সাহিত্য পরিষদের সম্মাননা প্রদান


নিজস্ব প্রতিনিধি

বাংলা সাহিত্যের নাটক শাখায় অসামান্য অবদানের জন্য বিশিষ্ট নাট্যকার মঈন উদ্দিন আহমদ সেলিমকে সম্মাননা প্রদান করে মিরসরাই সাহিত্য পরিষদ। শনিবার (১০ অক্টোবর) মিরসরাইয়স্থ জেলা পরিষদ পাবলিক লাইব্রেরীতে এ সংবর্ধনা অনুষ্ঠান ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। মিরসরাই সাহিত্য পরিষদের সহ-সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনা ও পরিচালক সাইফুদ্দীন মীর শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জামশেদ আলম বলেন, নাট্যকার সেলিম মিরসরাইর গর্ব। নাটকে তার অবদান অনস্বীকার্য। এ সম্মাননা তার আরো আগে প্রাপ্য ছিলো। সংবর্ধিত ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্যকার মঈন উদ্দিন সেলিম। সভাপতির বক্তব্যে পরিচালক সাইফুদ্দীন মীর শাহীন বলেন, দীর্ঘকাল মিরসরাইয়ে শিল্প- সাহিত্য ও সংস্কৃতির বন্ধ্যাত্বে কেটেছে। আজকের এ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সে বন্ধ্যাত্ব কাটিয়ে মিরসরাইতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বিকাশে মিরসরাই সাহিত্য পরিষদ সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। প্রতি মাসের দ্বিতীয় শনিবার পরিষদের সাহিত্য আসর অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমমনা সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক শাহ আলম, শিক্ষক সুভাষ সরকার, লেখক শাহাদাত হোসেন লিটন, ঐতিহাসিক ছুটি খাঁ মসজিদের খতিব মাওঃ নুরুল আলম তৌহিদী, কবি জাকারিয়া হাবীব, অধ্যাপক ও সাংবাদিক সাইফুল হক সিরাজী, শিক্ষক ও কবি গাজী এস এম নুরুল আহাদ, কবি বাহার মাসুক, কবি মজহারুল হক, লেখক ও সাংবাদিক আজমল হোসেন,
সাংবাদিক ও লেখক ইমাম হোসেন, এমরান হোসেন, সাহেজুল ইসলাম প্রমুখ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*