পরিদর্শনকালে বেজা চেয়ারম্যান পবন চৌধুরী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর হবে স্মার্টসিটি’


নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়নে ১৭ হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এই শিল্পনগর হবে স্মার্টসিটি। পণ্য আমদানি রপ্তানীর জন্য এখানে একটি সমুদ্র বন্দর নির্মাণ করা হবে। এছাড়া সোনাগাজী অর্থনৈতিক অঞ্চলে বিমানবন্দর নির্মাণ করা হবে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২টি শিল্প প্রতিষ্ঠান নির্মাণের কাজ শেষ হয়েছে। এগুলো যেকোন সময় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। ১১টি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলছে। আগামী বছর আরো ২০টির কাজ শুরু হবে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে শিল্পনগরের চলমান কার্যক্রম ও সুপার ডাইক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বেজার ম্যানেজার মীর শরিফুল বাশার, প্রজেক্ট পরিচালক আবদুল কাদের খাঁন, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, ঠিকাদারী প্রতিষ্ঠান জিহান বিল্ডার্স এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ রিয়াজ সহ বেজার কর্মকর্তাবৃন্দ।


তিনি আরো বলেন, দক্ষ শ্রম শক্তি গড়ে তোলার জন্য ছেলে ও মেয়েদের আলাদা দু’টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হবে। যেখানে প্রশিক্ষণ নিয়ে তারা অর্থনৈতিক অঞ্চলের কাজে নিয়োজিত হবে। ইতমধ্যে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানে বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা করছে। আমরা গাড়ি নির্মাতাদের জন্য আরও ৫০০ একর জমি রেখেছি।’ তিনি বলেন, ‘দেশে ব্যক্তিগত গাড়ি, বাণিজ্যিক যান ও মোটরসাইকেলশিল্প স্থাপনের একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা সুযোগটি কাজে লাগাতে চাই। শুধু বাংলাদেশের বাজার নয়, আশপাশের দেশেও গাড়ি, যন্ত্র ও যন্ত্রাংশ বাংলাদেশে তৈরি করে রপ্তানি করা যেতে পারে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*