প্রজম্মের ভাবনার উদ্যোগে ১৫০ ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরন

নিজস্ব প্রতিনিধি..

মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নে অনলাইনভিত্তিক অন্যতম জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন প্রজন্মের ভাবনার উদ্যোগে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার-শুভপুর বাসষ্ট্যান্ড এলাকার ১০ জন, হাবিলদার বাসা-অলিনগর-বিশ্বটিলা-মহাজনগ্রামের ১০ জন, দক্ষিণ অলিনগরের ৫ জন, পশ্চিম জোয়ার গ্রামের ৯ জন, ছত্তরুয়া গ্রামের ৬ জন, কাটাগাং গ্রামের ৭ জন, ফরেস্ট অফিস এলাকার ৫ জন, সামনেরখিল আশ্রায়ন প্রকল্পের ২১ জন, ঘেড়ামারা  বাগান রাস্তা এলাকার ৫ জন, ঘেড়ামারা ফরেস্ট অফিস এলাকার ৭ জন, ত্রিপুরা পাড়ার ৫ জন, শ্রমজীবি-রিক্সা চালক ৮ জন, নন্দীগ্রাম, নলখোঁর ৫ জন, অলিনগর আমলীঘাট ৫ জনসহ ১৫০ জনকে শীতবস্ত্র (কম্বল) বিতরন  করা হয়েছে।

এসময় উপস্থিত থেকে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন প্রজম্মের ভাবনার এডমিন সাইফুল ইসলাম, মাকছুদ আলম শাহীন, আলা উদ্দিন আলো, কার্যনির্বাহী প্যানেলের সদস্য রেজাউল করিম, আহসান উদ্দিন, আমিনুল সজিব, কফিল উদ্দিন, মনজুর তুষার, রেদোয়ান জনি, মৃদুল দাস প্রমুখ।

এসময় প্রজম্মের ভাবনার এডমিন সাইফুল ইসলাম ও মাকছুদ আলম শাহীন বলেন, জয় হোক মানবতার। প্রজন্মের ভাবনার সকল পৃষ্ঠপোষকদের সহযোগীতা নিয়ে প্রজন্মের ভাবনা এগিয়ে যাচ্ছে। অামরা অাপনাদের সহযোগিতা নিয়ে অনেকদূর এগিয়ে যাওয়ার ভরসা পাচ্ছি। দেশ-বিদেশের অনেক শুভানুধ্যায়ী সবসময়  প্রজন্মের ভাবনাকে সহযোগিতা করে মানবতার হাত প্রসারিত করেছেন সেই সব মহান ব্যাক্তিদেরকে আন্তরিক কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করছি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*