মিরসরাইয়ের মহাজনহাট এফ আর স্কুল এন্ডকলেজ শিক্ষার্থীদের ব্যতিক্রমী নবীন বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ে একাদশ শ্রেণির ননীন কলেজ শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী নবীর বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ। বুধবার (২৪ জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের দ্বিতীয় বৃহত্তম লেক ও পর্যটন কেন্দ্র মহামায়া লেকের পাড়ে এই নবীণ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ ক্যাম্পাসের বাইরে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে অনেকটা বনভোজনের মধ্যদিয়ে এই আয়েজন করা হয়। যা এপর্যন্ত এতদ অঞ্চলের কোন বিদ্যালয় করতে পারেনি। এতে করে অতিথি এবং শিক্ষার্থীদের মাঝে অন্যরকম আনন্দ লক্ষ্য করা যায়। সকাল থেকে কলেজ শিক্ষার্থীদের নাচে, গানে আবৃতিতে এবং অভিনয়ের মধ্যদিয়ে এই জমকালো আয়োজন সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের ১ম পর্বে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এরপর মানপত্র পাঠের মধ্যদিয়ে মুল অনুষ্ঠানের সূচনা করা হয়। কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজমল হোসেনের সঞ্চালনায় এবং অধ্যক্ষ মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা গভর্নিং বডির সভাপতি, প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসনে এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মো. জসিম উদ্দিন, সদস্য মহিউদ্দিন আহমেদ রাশেদ, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত ইয়াছমিন আক্তার কাকলী, এস রহমান ট্রাস্টের অন্যতম সদস্য মীরআলম মাসুক, ৪ নং ধুম ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভুঁইয়া, ৮ নং দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব। এসময় কলেজ ও স্কুল শাখার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবার মাঝে মধ্যাহ্ন ভোজ বিতরণ করা হয়। কলেজ শিক্ষার্থীদের পরিবেশনা শেষে স্থানীয় বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন করা হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*