‌’ ১৬ বছর ধরে অসহায় মানুষের কথা তুলে ধরছে চলমান’

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের আঞ্চলিক প্রকাশনা ‘চলমান মিরসরাই’ এর ১৬তম বর্ষপূর্তি ও ১৭ বছর পদার্পনে উপলক্ষে প্রীতি সম্মিলন, আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে মিরসরাইয়ের বশর মার্কেটে পত্রিকার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।

পত্রিকার নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক কাইয়ুম নিজামী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, কাস্টম কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব সালা উদ্দিন সেলিম, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, নাট্যকার মাঈন উদ্দিন সেলিম, স্বেচ্ছসেবী সংগঠন দূর্বার প্রগতি সংঘের সাবেক সভাপতি হাসান সাইফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আলী আহছান, এস এম আবু সুফিয়ান, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সাইফুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এসএম সেলিম, বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাত বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন বাবু, ম্যাক্স হাসপাতাল কর্মকর্তা নুরুল ইসলাম ইরান, কবি সাইফুদ্দীন মীর শাহীন, মিরসরাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ, ইসলামী ব্যাংক কর্মকর্তা সালাউল্লাহ নিজামী, সমাজ কর্মী ও ব্যবসায়ী সাইফুল ইসলাম টুটুল, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সহ-সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক মৃদুল দাশ,

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্ম্মা, আরিফুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুজ্জামান রিফাত, ছাত্রলীগ নেতা নেওয়াজ, বারইয়ারহাট পৌর ছাত্রলীগের সভাপতি ফারুকুল ইসলাম, অপকা কর্মকর্তা গাজী মোস্তফা টিংকু, হিতকরী’র প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম রয়েল, দূর্বার এর প্রতিষ্ঠাতা এমদাদুল হক রাসেল, বেলাল হোসেন, আজীবন সদস্য কাজী আমজাদ হোসেন, বর্তমান সভাপতি মহিবুল হাসান সজিব, নবজাগরণের সাবেক সভাপতি সুলতান মো. শাহীন, চলমানের বার্তা সম্পাদক রাজু কুমার দে, সাংবাদিক কামরুল ইসলাম জনি, চলমানের সহযোগী সম্পাদক মোহাম্মদ ইউসুফ,

নিজামপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুক, উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি রবিউল হোসেন রায়হান, মিরসরাই প্রেসক্লাবের প্রচার সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সময়, চলমানের অনলাইন সম্পাদক মুহাম্মদ ফিরোজ মাহমুদ, সাহিত্য সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, চলমানের নিজস্ব প্রতিবেদক সাফায়েত মেহেদী, শিহাব উদ্দিন শিবুল, প্রতিনিধি নুরুল আমিন রায়হান।


এসময় বক্তারা বলেন, উপজেলা সদর থেকে একটি পত্রিকা ১৭ বছর পর্দাপন করা একটি বড় চ্যালেঞ্জ। যেটি চলমান মিরসরাই করতে পেরেছে। তবে চলমান মিরসরাইকে আরো বেশি বেশি সমাজের অসংঙ্গতি তুলে আনতে হবে। ইতিমধ্যে পত্রিকাটি সমাজের অসহায় মানুষের বোবা কান্না তুলে আনতে সক্ষম হয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*