দিবস বুঝি না, পেটে ভাত চাই!

স্পেশাল করেসপন্ডেন্ট চট্টগ্রাম।।

‘আমি তো দিনে এনে দিনে খাই। কাজ না করলে সারাদিন খাবো কিভাবো? আগে পেটে ভাত তারপরই তো দিবস।’ মঙ্গলবার (০১ মে) সকালে নগরের কাজিরদেউরি এলাকায় এক প্রশ্নের উত্তরে আবদুর রহিম নামে এক শ্রমিক এসব কথা বলেন।

নীলফামারি জেলায় গ্রামের বাড়ি হলেও আবদুর রহিম, তিন ছেলেমেয়ে ও স্ত্রী নিয়ে থাকেন নগরের টাইগারপাস এলাকায়।
সকাল থেকেই কাজের সন্ধানে বেরুনোর কথা জানিয়ে আবদুর রহিম বলেন, সকালে শ্রমিক দিবসের মিছিলে গিয়েছিলাম। মিছিল শেষে আগে থেকেই অর্ডার নেওয়া কাজে বেরিয়েছি। ট্রাক থেকে মালামাল নামিয়ে দিতে হবে। দিনে ৫০০ টাকায়। কি করবো, সংসার তো চালাতে হবে। নইলে তো বউ, বাচ্ছারা উপোস থাকবে। মাস শেষে গ্রামের বাড়িতে বাবা-মা’র জন্য টাকাও পাঠাতে হয়। সব মিলে সারা মাস জুড়েই সংসার চালাতে দিনমজুরের কাজ করি। ‘ সরওয়ারশুধু আবদুর রহিম নয়, এরূপ আরও একাধিক শ্রমিক ও দিনমজুরের সাথে কথা বলে জানা যায়, মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে মিছিলে অংশ নিয়েই কাজে নেমে পড়েছে।

রিকশা চালক মো. আকবর উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় সকাল থেকেই রিকশা নিয়ে বেরিয়েছি। মে দিবসের মিছিলেও গেছি। আজ নগরে সিএনজি অটোরিকশাগুলো প্রায়সব বন্ধ, তাই রিকশার যাত্রী বেশি। সকাল থেকে দূরের যাত্রী নিয়ে বেশি আসা যাওয়া করছি। এখন যাত্রী নিয়ে নিউ মার্কেট থেকে মুরাদপুর যাচ্ছি। সকাল থেকে এ পর্যন্ত ৫০০ টাকারও বেশি আয় করার কথা জানান তিনি।

#বাংলানিউজ২৪ডটকম

Share

About admin