বানভাসিদের কষ্ট নিয়ে মিরসরাইয়ের মহিবুল আরিফের গান

নিজস্ব প্রতিনিধি

বানভাসিদের কষ্টগুলো ছুঁয়ে গেছে তরুণ সংগীত শিল্পী মহিবুল আরিফকে। উত্তরাঞ্চলের দুর্যোগকবলিত মানুষের দুঃখগাথা তিনি তুলে ধরলেন গানে গানে। ৩ মিনিট ২০ সেকেণ্ডের হৃদয়ছোঁয়া গানটি ইতোমধ্যে ইউটিউব এবং ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
উত্তরাঞ্চলের অর্ধকোটিরও বেশি মানুষ বানের জলে ভাসছেন। প্রায় ১৫ দিন ধরে কুড়িগ্রাম, দিনাজপুরসহ ২৫টি জেলার মানুষের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। এবারের বন্যায় প্রাণ হারিয়েছেনশতাধিক মানুষ। দুর্ভোগের সীমা ছাড়িয়েছে।
গানটির কথা এ রকম—
“দেখো অসহায় কোটি মানুষ/বন্যার জলে ভাসছে/অবলা পশু ভেসে ভেসে যায়/ক্ষুধার জ্বালায় শিশু কাঁদছে। কী ক্ষতি বল একটু খাবার/ তাদের মুখে তুলে দিলে/ একটু সহানুভূতি নিয়ে/ তোমার বুকে টেনে নিলে। তুমি অামি অাছি কত অানন্দে/ ওরা কেন বল দুঃখী/ কপাল দোষে কাঁদছে যারা/ তারাও কি ছিলনা সুখী।”
শিল্পী মহিবুল আরিফ বলেন, ‘একদম বিবেকের তাড়নায় গানটি করা। আমি চেয়েছি বানভাসি মানুষের কষ্টগুলো গানের সুরে তুলে ধরতে। আর এই গান থেকে যা আয় হবে, তার পুরোটাই বানভাসিদের জন্যে দান করা হবে।’
মহিবুল আরিফ এর আগে জীবনধর্মী আরও একাধিক গান করেছেন। বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি মাশরাফি বিন মুর্তাজা যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন, তখনও হৃদয়ছোঁয়া একটি গান করেন আরিফ। এরপর দেশব্যাপী ধর্ষণ-নির্যাতনের ঘটনা বেড়ে চললে, সে বিষয়েও সজাগ হয়ে ওঠেন তিনি। এসব জীবনধর্মী গানগুলো তাঁর নিজেরই লেখা, নিজেরই সুর করা।
তবে সবকিছু ছাড়িয়ে বানভাসিদের নিয়ে তার ‘মানুষ’ শিরোনামের গানটি যেন উত্তরাঞ্চলের এই সময়ের বাস্তবতাকেই তুলে ধরেছে। মহিবুলের বাড়ি মিরসরাইয়ে।
গানটি শুনুন—

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*