মিরসরাইয়ে মাস্ক ব্যবহার না করায় ১৬জন কে জরিমানা


নিজস্ব প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করে বাজারে ঘোরাফেরা করার অপরাধে মিরসরাইয়ে ১৬জনকে অর্থ দন্ড দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মিরসরাই পৌর সদরে ও মঙ্গলবার বিকেলে জোরারগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা।
জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনগণকে সচেতন করা ও না পড়লে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়ে গত ৯ নভেম্বর উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নেয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা বলেন, মাস্ক ব্যবহারে জনগণকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসন থেকে মাইকিং, মতবিনিময় সভা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্ক ব্যবহার না করে বাজারে ঘোরাফেরা করার অপরাধে গত মঙ্গলবার উপজেলার জোরারগঞ্জ বাজারে ৮জনকে ৪ হাজার টাকা ও বুধবার মিরসরাই পৌর বাজারে ৮ জনকে ৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য মোবাইল কোর্ট নিয়মিত চলবে বলে জানান তিনি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*