মিরসরাই কলেজে এইচএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হামলা, ভাংচুর

নিজস্ব প্রতিবেদক…

মিরসরাই ডিগ্রী কলেজে এইচএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। বৃহস্পতিবার (৫জানুয়ারি) ১০-১৫ জন শিক্ষার্থী ফরম পূরণের সুযোগ না পেয়ে এ হামলা চালায়। এসময় তারা কলেজ অধ্যক্ষের কক্ষ, কলেজের একাডেমিক ভবনে ভাংচুর করে। ভাংচুরের খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

মিরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আফছার জানান, এইচএসসি’র নির্বাচনী পরীক্ষায় বেশ কিছু ছাত্রছাত্রী ৩-৪ বিষয়ে ফেল করে। কিন্তু তারা এসে ফাইনাল পরীক্ষার জন্য ফরম পূরণের সুযোগ দেয়ার দাবি করে। কলেজ পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের দাবি রাখতে না পারলে তারা সংঘবদ্ধ হয়ে কলেজের বিভিন্ন কক্ষে ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ভাংচুরের ঘটনার বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে পরিচালনা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*