মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা পরিদর্শনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য


নিজস্ব প্রতিনিধি:
মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে তিনি মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, যেসব শিক্ষকের পড়ার অভ্যাস নেই তাদের জন্য শিক্ষকতা পেশা নয়। ভালো ছাত্র পেতে হলে শিক্ষকদের পড়তে হবে। বই মনের চোখ খুলে দেয়। শিক্ষকতা শুধু অর্থ উপার্জনের জন্য নয়। শিক্ষার্থীদের জ্ঞানী হিসাবে গড়ে তোলাই এর প্রধান উদ্দেশ্য। কার কত বেশী সার্টিফিকেট আছে বা নেই, এর চেয়েও বড় প্রশ্ন কে কতটা জ্ঞানী।
এসময় তিনি শিক্ষকদের সাথে শিক্ষার মান, করোনাকালীন শিক্ষাব্যবস্থা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সু-যোগ্য নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার ক্রমাগত মানোন্নয়ন নিয়ে মত বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক, ঢাকা গাওসিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুফতি ইজহারুল হক, আরবী প্রভাষক নিজাম উদ্দিন, সহকারি আরবি প্রভাষক সালাউদ্দিন লতিফী, ইংরেজী প্রভাষক ইকবাল হোসেন, আরবি প্রভাষক নাজমা আক্তার, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম, জমিয়াতুল মোদারেসিন মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ছলিম উদ্দিন, বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*