অভুক্ত ছিন্নমূল মানুষকে ভিক্ষুকদের খাবার দিল প্রজন্ম মিরসরাই

মহামারি করোনাভাইরাসের প্রতিরোধে লকডাউন শুরুর পর থেকে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, হোটেল, রেস্তোরা। ভিক্ষুক ও ছিন্নমুল মানুষগুলোর দু-মুঠো খাবারের বেশিরভাগই জুটতো এসব হোটেল রেস্টুরেন্টের উচ্ছিষ্ট থেকে। হোটেল রেস্তোরা বন্ধের পর তাদের কপালে জুটছেনা কোন খাবার।
মিরসরাই উপজেলার বিভিন্ন প্রান্তের রাস্তায় ঘুরে বেড়ানো মানষিক প্রতিবন্ধী, ভবঘুরে ও অভুক্তদের পাশে দাড়িয়েছে সামাজিক সংগঠন ‘প্রজন্ম মিরসরাই’। সংগঠনটি শনিবার (৪এপ্রিল) দিনভর উপজেলার বড়তাকিয়া বাজার, মিঠাছড়া বাজার, ঠাকুর দিঘী, গজারীয়া বাজার, জোরালগন্জ বাজার, চৌধুরী হাট, মিরসরাই বাজার, আবুতোরাব বাজার, বারিয়ারহাট এলাকায় প্রায় ৪০ জন মানুষকে তুলে দিয়েছে রান্না করা খাবার (বিরিয়ানী)।
টানা্ কয়েকদিনের অভুক্ত অনেকেই খাবার পেয়েই সাথে সাথে শুরু করেছিলো খাওয়া আবার অনেকে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন অবাক বিস্ময়ে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক ইউনুচ নূরী জানান, আমরা প্রজন্ম মিরসরাই সবসময় সময়োপযোগী কার্যক্রম করতে বদ্ধ পরিকর। যদিও আমরা শিক্ষা বান্ধব সংগঠন। তারপরও সমাজের যে কোন প্রয়োজনে আমাদের সংগঠনের কর্মিরা সব সময় প্রস্তুত। আগামিকাল থেকে আমাদের ত্রাণ বিতরন কর্মসূচি শুরু হবে। সেই সাথে লকডাউন যতদিন থাকবে ততদিন ছিন্নমূল মানুষের মাঝে অন্তত এক বেলা খাবার বিতরন অব্যাহত থাকবে। কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল দেয়া হবে খিচুড়ী।
এদিকে শনিবার সকালে সাহেরখালী ইউনিয়নের গজারিয়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় গৃহস্থলী সামগ্রী বিতরন করেছে সংগঠনটি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*