
নিজস্ব প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মিরসরাইয়ের অন্যতম সুপরিচিত ও স্বনামধন্য ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অভিযান ক্লাবের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরুস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৯ শে মার্চ দিনব্যাপী এ আয়োজনে ক্লাবের সভাপতি সোলেমান উদ্দিন বাদশার সভাপতিত্বে সাধারন সম্পাদক রিপন কুমার দাশের সন্চ্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মিরসরাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন এবং উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ স্বপন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার কাস্টমস ও বিভাগীয় কর্মকতা জনাব কামরুল ইসলাম চৌধুরী, সুরার এন জি ও এক্সউটিভ ডাইরেক্টর নিলুফার বেগম,

আমন্ত্রিত অতিথি ভূমিদাতা ও কানুনগো বাংলাদেশ রেলওয়ে পরেশ চন্দ্র নাথ, মেম্বার শহিদ উল্যাহ, সমাজসেবক কামরুল হাসান মুরাদ, এবং শান্তিনীড সভাপতি আশ্রাফ, দ্বীন মোহাম্মদ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও উক্ত ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক ছাড়াও ক্লাবের সহ-সভাপতি আমিনুল হক সজীব, সহ-সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র নাথ, প্রচার সম্পাদক সফিউল আজম সোহান, কোষাধ্যক্ষ নুর হাসান রোমেল, ক্রীড়া সম্পাদক আরিফুল হক তপু, দপ্তর সম্পাদক এমদাদ হোসেন জুয়েল, সাহিত্য ও সামাজিক সম্পাদক আলফাদুল হক নিশান, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান রাকিব, কার্যকরী পরিষদ সদস্য আনোয়ারুল আজিম মিল্টন, সালাউদ্দিন, শাখাওয়াত হোসেন শওকত, সামছুদ্দীন পারভেজ প্রমুখ ।
