প্রেস বিজ্ঞপ্তিঃ
মিয়ানমার থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের সহযোগীতায় এগিয়ে আসার অঙ্গীকার করেছেন ‘মিরসরাই সমিতি কক্সবাজার’। তাই সংগঠনের সকল উপদেষ্টা, সদস্য
ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন সহ নেতৃবৃন্দ।
তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে কিছু অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে পারবো। হয়তো তাদের আগামী আরো দু -একটি দিন বেঁচে থাকার আশা যোগাবে।
আমাদের অর্থ এবং ত্রান সহায়তা পাঠাতে পারেন যে ভাবে
বিকাশ(পার্সোনাল)-
১. জনাব জাবের চৌধুরী, অর্থ সম্পাদক, মিরসরাই সমিতি কক্সবাজার।
মোবাইলঃ ০১৯১১৪৫৩০২৯
২. জনাব আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক,মিরসরাই সমিতি কক্সবাজার।
মোবাইলঃ ০১৮১৩৩৫৫৭৪৩
৩. জনাব মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক, মিরসরাই সমিতি কক্সবাজার।
মোবাইলঃ ০১৮১১২৫৫১৫০
রকেট (পার্সোনাল)-
০১. জনাব ফরহাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক, মিরসরাই সমিতি কক্সবাজার।
মোবাইলঃ ০১৮১১৮২৭০৪৫ ৮
০২. জনাব আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক, মিরসরাই সমিতি কক্সবাজার।
মোবাইলঃ ০১৮১৩৩৫৫৭৪৩ ৪
ব্যাংক অ্যাকাউন্ট নং-
মিরসরাই সমিতি কক্সবাজার
হিসাব নং- ৩৪০৪৭১৩৮
সোনালী ব্যাংক লিমিটেড, কক্সবাজার শাখা।
ত্রান সহায়তা পাঠানোর ঠিকানাঃ
মিরসরাই সমিতি কক্সবাজার
৩০২ নং কক্ষ, লালদীঘির পাড়, কক্সবাজার।
মোবাইলঃ ০১৭১৭৩৫৭৮৩২, ০১৮১৩৩৫৫৭৪৩, ০১৮২২২২৬৭৭৬
যারা ত্রান সামগ্রী পাঠাতে চান তারা অবশ্যই ঠিকানার স্থলে মোবাইল নং গুলো দিবেন।
কিছু কথাঃ
ত্রান ও অর্থ সহায়তা পাঠানোর পর আবশ্যই আমাদের মোবাইল নং এ কল করে অথবা উক্ত পোস্টে কার নিকট, কোন মাধ্যমে এবং আপনি যে নং থেকে পাঠিয়েছেন তার শেষ তিন ডিজিট ও নাম সহ উল্লেখ করবেন। তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। হিসাবের সচ্ছলতার জন্য নিয়মিত ভাবে মীরসরাই সমিতি কক্সবাজারের পেজে প্রতিদিনকার হিসাব শেয়ার করা হবে। উক্ত স্থানে আপনাদের কার কত সহায়তা তা উল্লেখ থাকবে। কেউ যদি নাম উল্লেখ করতে না চান তবে তা আমাদের জানাবেন, সেক্ষেত্রে আপনার নামটি গোপন রাখা হবে। আমরা সর্বাত্তক চেষ্টা করব আপনার সহায়তা পাওয়ার পর আপনাকে সাথে সাথে কনফার্ম করার।
ত্রান সহায়তা কার্যক্রমে আপনার কোনো পরামর্শ অথবা কিছু জানার থাকলে যোগাযোগ করতে পারেনঃ
১. জনাব মোজহারুল হক, সভাপতি, মিরসরাই সমিতি কক্সবাজার।
মোবাইল-০১৭১১৩২১২৪৪
২. জনাব বোরহান উদ্দিন, সাধারন সম্পাদক, মিরসরাই সমিতি কক্সবাজার।
মোবাইল- ০১৮২২২২৬৭৭৬