টাইমস ডেস্ক
আজিম আপনার, আমার সকলের সহায়তায় পৃথিবীর সুন্দর মায়াবী আলো আরো কয়েকবছর দেখতে চায়। তবে তা তার এবং তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এখন সকলের সহায়তার ফলই নির্ভর করছে আজিমের বাঁচার আকুতি কতটুকু সফলতা দেখবে। ছবিতে আজিমের পাশে যাকে দেখছেন উনি সেই মহিয়সী নারী যিনি আজিমকে নিজ শরীরের রক্ত, মাংস দিয়ে দশ মাস দশ দিন গর্ভে ধারন করে সিমাহীন যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছিলেন। আজ আবার জীবন মৃত্যুর দোলাছালে দোদুল্যমান নাঁড়িচেঁড়া মানিক আজিমকে দ্বীতিয় জন্ম দিতে নিজ দেহ থেকে কিডনি দিতে প্রস্তুত তিনি আর কেউ নন জনমদুঃখিনী সিরিয়া বেগম অর্থাৎ আজিমের মা।
যিনি নিজ শরিরের কিডনি দিতে প্রস্তুত কিন্তু দরিদ্র অসহায় মায়ের তা প্রতিস্হাপনের বিশাল খরচের সামর্থ্য নেই। আর তাই তাঁর অসহায়ত্ব আর সন্তানকে বাঁচিয়ে রাখার আকুলতায় মানবতার কান্ডারি, হৃদয়বান, দানশীলদের আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানাচ্ছি।
মানবতার মশাল জ্বালিয়ে ইতিমধ্যে মানবিক হৃদয়বান অনেক ভাই, বন্ধু এগিয়ে এসেছেন সহযোগিতা নিয়ে। এগিয়ে এসেছেন মানবতার পূজারী সুদূর আরব আমিরাত থেকে মিরসরাই এর গর্বিত কিছু বড় হৃদয়ের মানুষদের গড়া সংগঠন মিরসরাই সমিতি। ধন্যবাদ জানাই যারা সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন অসহায় সিরিয়া বেগম ও আজিমের পাশে। আজিমের চিকিৎসা বাবদ প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। আজ পর্যন্ত আজিম চিকিৎসা সহায়তা ফান্ডে জমা হয়েছে এক লক্ষ দশ হাজার ত্রিশ টাকা।
সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতাল এবং প্রফেসর ডাঃ মোঃ কামরুল ইসলাম সাহেব ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিরিয়াল পাওয়া সাপেক্ষে অপারেশন হতে পারে বলে ধারনা দিয়েছেন। কিন্তু এখনো পুরো টাকার ব্যবস্হা করা যায়নি। অসহায় মা তাঁর করুন আবেদন নিয়ে সমাজের বিত্তবান, হৃদয়বান, দানশীল ভাইদের দয়া আর করুনার পানে চেয়ে আছেন তাঁর ছেলেটিকে বাঁচানোর আকুতি নিয়ে। নিদারুন অসহায় এ মায়ের আকুলতায় আসুন না আমাদের যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করি এবং অকাল মৃত্যুর হাত থেকে আজিম কে বাঁচানোর চেষ্টা করি।
আসুন না, মানবতার পূজারী হাজারো ভাই হাতে হাত রেখে আজিমের মা সিরিয়া বেগমকে বলি জন্ম মৃত্যু আল্লাহর হাতে কিন্তু বিনা চিকিৎসায় আজিমকে ও তার মাকে হারতে দেবনা। আপনার সামর্থ্যের সবটুকু দিয়ে আজিমের পাশে দাঁড়ান। ♥জয় হোক মানবতার।
সহায়তা পাঠাতে যোগাযোগ করুন
আজিম চিকিৎসা সহায়তা ফান্ড
সমন্বয়ক
ইমরুল আলম
বিকাশ পার্সোনাল
০১৮১৯–৮৩২৫৫৫
০১৭২৭–৩৫২৯১৯
ব্যাংক হিসাব নং
২৪০–১২২–০০০০০১৬২৮
ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
করেরহাট শাখা, মিরসরাই, চট্টগ্রাম।