আবারো শীর্ষে সাকিব আল হাসান


নিজস্ব প্রতিবেদক…
একসময় ক্রিকেটের তিন ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। এরপর উত্থান-পতন হয়েছে। কিছুদিন আগে তিন ফরম্যাটেই শীর্ষস্থান হারিয়েছিলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। তবে একটি ক্যাটাগরিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পেরেছেন সাকিব।

লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জোলো ম্যাথুসকে সরিয়ে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব। শুধু তাই নয়, ওয়ানডে বোলারদের তালিকায় সাকিব আছেন ছয় নম্বরে। অন্যদিকে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার অবস্থান দশম।

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিবের ৩৭৭ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথিউসের সংগ্রহ ৩৩৫ রেটিং। আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩৩২ রেটিং নিয়ে আছেন তালিকার তৃতীয় স্থানে।

ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেও টি-টোয়েন্টি ও টেস্টে দ্বিতীয় স্থানেই রয়েছে সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে সাকিবের অর্জন ৩৪৬ রেটিং। ৩৮৮ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং ৪৮২। সেখানে দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং ৪০৫।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*