আবুতোরাব ফাজিল মাদ্রাসার শতবর্ষ অনুষ্ঠানে আওলাদে রাসূল সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী-‘আলেমরা জঙ্গি ও সন্ত্রাসী নয়, যারা জঙ্গি বলে তারাই জঙ্গি’

মুহাম্মদ ফিরোজ মাহমুদ, অনুষ্ঠানস্থল থেকে..
চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদের খতিব,আওলাদে রাসূল সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী বলেছেন, আলেমরা সন্ত্রাসী নয়, আলেমরা জঙ্গি নয়, যারা আলেমদের জঙ্গি বলে তাঁরাই জঙ্গি তাঁরাই সন্ত্রাসী। আমাদের নবী কোনদিন জঙ্গিবাদ শিা দেয় নাই। আমাদের নবী কোনদিন অসৎ শিা দেয়নি। সারা পৃথিবীকে আদর্শ শিা দিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ (স:)। আজকে বলা হয় আলেমরা সন্ত্রাসী আলেমরা সন্ত্রাসী নয়, আমরা হলাম শান্তির দূত। আমরা কোরআনুল কারিমকে মাথায় বহন করবো, আমাদের মালিক আল্লাহ। এই সমাজে ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব ফাজিল (¯œাতক) মাদ্রাসার দুইদিন ব্যাপী শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথমদিন প্রধান ওয়ায়েজ’র আলোচনায় এসব কথা বলেন।

তিনি বলেন, এই মাদ্রাসাগুলো সমাজ থেকে উঠিয়ে দেয়ার পায়তারা চলছে, আল্লাহর জমিনে ছিলো, থাকবে। কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে,যতদিন কোরআন দুনিয়ায় থাকবে তুমিও থাকবে, কোরআন নেই, তুমিও আল্লাহর জমিনে থাকতে পারবেনা। জমিনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর দরবারে সিজদাহ্ করতে হবে।

অনুষ্ঠানের ২য়দিন শনিবার ১ম পর্বে তামাদ্দুনিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ২য় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিনের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)। বিশেষ অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ড. মোঃ ইলিয়াছ ছিদ্দিকী, মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক, সুফিয়া নুরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী, মিঠাছড়া ফাজিল মাদ্রার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা নিজামুল হক ছাদেকী। সমাপনী পর্বে প্রধান ওয়ায়েজ ছিলেন ঢাকা আল জামেয়াতুল ছিদ্দিকীয়া দারুল উলুম ফুরফুরা শরীফের প্রধান মুফতি শায়খুল হাদীস মাওলানা মুফতি সাঈদ আহমদ মোজাদ্দেদী। বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ বদিউল আলম সরকার।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*