আবুতোরাবে হিতকরীর সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

 

মুহাম্মদ ফিরোজ মাহমুদ..
মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘হিতকরী’র সার্বিক ব্যবস্থাপনায় ৪ মার্চ (শনিবার) দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

‘নিখাদ ওয়েল ফেয়ার এন্ড বিজনেস কমিউনিটির উদ্যোগে, লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টার, লিউ ক্লাব অব চিটাগাং মডেল স্টার, লিউ ক্লাব অব চিটাগাং মডেল সিটির সহযোগিতায় এবং হিতকরীর সার্বিক ব্যবস্থাপনায় শনিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প চলে আবুতোরাব ফাজিল মাদ্রাসা মাঠে।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভায় হিতকরী’র নির্বাহী সদস্য মুহাম্মদ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন শাহীন কাকলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জসিম উদ্দিন, নিখাদ ওয়েল ফেয়ার এন্ড বিজনেস কমিউনিটির চেয়ারম্যান জাহাঙ্গির আলম ভুইয়া, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ডা. গিয়াস উদ্দিন প্রমুখ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামী, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান মো. সাইফ উদ্দিন, হিতকরী সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল,নুরুচ্ছালাম ফোরকান, নির্বাহী সদস্য আবু জাহেদ পল্লব, নির্বাহী সদস্য হাসান বিল্লাহ, হিতকরী পরিচালক, নুরুল বারী মিরাজ, সহকারী পরিচালক, মোঃ আরিফ হোসেন, গন-সংযোগ সম্পাদক মুহাম্মদ ফিরোজ মাহমুদ, সাবেক অর্থ সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সহ হিতকরী’র সদস্যবৃন্দ।

হিতকরী’র নির্বাহী সদস্য মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল জানান, প্রায় সাড়ে ৩শত রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র, ওষুধপত্র এবং পরিক্ষা-নিরিক্ষা শেষে ২০ জন রোগীকে চোখের ছানি ফ্রি অপারেশনের জন্য বাছাই করা হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*