আবুতোরাবে ১৬দিন ব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধন

মুহাম্মদ ফিরোজ মাহমুদ

মিরসরাইয়ে স্বাধীনতা মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। আগামী ৩১ মার্চ পর্যন্ত মেলা চলবে।
মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টারের যৌথ সঞ্চালনায় মেলা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, মিরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ, ইউপি চেয়ারম্যান খায়রুল আলম, মফিজুল হক, আবুল খায়ের মোহাম্মদ জাহাঙ্গীর, নুরুল মোস্তফা, কামরুল হায়দার চৌধুরী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এম আলাউদ্দিন, মিহির কান্তি নাথ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গণি, উপ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্ল্যা চৌধুরী, মঘাদিয়া ইউয়িন আ’লীগের সভাপতি বেলাল উদ্দিন, খইয়াছরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল মোস্তফা মানিক, যুগ্ম আহবায়ক মাহফুযুল হক, নুরুল আবছার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য তানভীর হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মায়ানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা সর্বপ্রথম রেডিওতে প্রথম বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন তৎকালীন চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান। এটাই ইতিহাস। ইতিহাস বিকৃত হয়ে গেছে। জিয়াউর রহমান ছিলেন ভীতু প্রতৃতির। যেখানে বোমা ফুটতো সেখানে তিনি থাকতেন না। তিনি সব সময় নিরাপদ স্থানে থাকতেন। এম আর সিদ্দিকী, জহুর আহমেদ, আতাউর রহমান কায়সার সহ আমরা বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার উপর ভিত্তি করে একটি লিখিত বক্তব্য জিয়াউর রহমান কে দিলে তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখেই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। জিয়াউর রহমান যদি দেশ স্বাধীন করতো তাহলে তো সেই সরকার গঠন করতো। দেশ স্বাধীন হওয়ার পর আ’লীগই প্রথম সরকার গঠন করেন। বঙ্গবন্ধুই প্রথম রাষ্ট্রপতি হন। সে জিয়াউর রহমান আর খুনী মুশতাক ১৫ আগষ্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে খুন করে। খুন করার পর সে সরকার গঠন করে। পরে চার নেতাকে হত্যা করে বিচারপতিকে হটিয়ে নিজে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখনো ষড়যন্ত্র করছে।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা সরকার ক্ষমতায় আর না আসলে সকল উন্নয়ন কর্মকান্ড বন্ধ হয়ে যাবে। অর্থনৈতিক অঞ্চলও হবেনা। কেননা এটির উদ্যোগ শেখ হাসিনা নিয়েছেন সেজন্য। তারা অতীতে কমিউনিটি ক্লিনিকও বন্ধ করে দিয়েছে। ধানের শীষ প্রতীক ক্ষমতায় আসলে সকল উন্নয়ন কর্মকান্ড বন্ধ হয়ে যাবে। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ’

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*