আরব আমিরাতের রাষ্টদূতকে “লাল সবুজের পতাকা “কাব্য গ্রন্থ প্রদান


মুহাম্মদ এফ মাহমুদঃ

“লাল সবুজের পতাকা” কাব্য গ্রন্থটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিযুক্ত মান্যবর রাষ্টদূত, সংযুক্ত আরব আমিরাত আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে মান্যবর রাষ্টদুত ড মোহাম্মদ ইমরানের এর হাতে বইটি তুলে দেন গত ২৭শে জুলাই সংযুক্ত আরব আমিরাতের জাতীয় কবিতা মঞ্চের সম্মানিত সভাপতি কবি ও লেখক মুহাম্মদ মুসা, জাতীয় কবিতা মঞ্চের সাহিত্য বিষয়ক উপদেষ্টা ডাঃ শেখ শামসুর রাহমান ও মোহাম্মদ মহিউদ্দিন সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

আরব আমিরাতে এই প্রথম জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে এক ঝাঁক প্রবাসী কবি সাহিত্যিকদের রচিত “লাল সবুজের পতাকা “কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়। বইটি সম্পর্কে রাষ্টদুত ড মোহাম্মদ ইমরান বলেন, কবিতায় দেশপ্রেম, প্রকৃতি, দ্রোহ স্মৃতি আর বিরহের ছোঁয়ায় প্রবাসের সুখ দুঃখ হাসি কান্না গাঁথা প্রবাসী কবি, লেখক, সাহিত্যিক,বৃন্ধ শত সীমাবদ্ধতার অন্তরালে অকল্পনীয় নৈপুণ্য ও মমতায় শব্দের মালা গেঁথে কবিতাপ্রেমী মানুষকে অনির্বচনীয় আনন্দ দিয়ে চলেছেন নিরন্তর নির্ঝর ভাবে। দেশপ্রেম জীবনবোধ আর ভালোবাসা ও আবেগে ভরা এ বইটি দেশ বিদেশে পাঠক সমাদৃত হবে।”লাল সবুজের পতাকা” কাব্য গ্রন্থের প্রকাশনায় বিভিন্ন ভাবে ত্যাগ স্বীকার বিশেষ অবদান এবং যাদের লেখায় এই বই টি সমৃদ্ধ হয়েছে প্রবাসের সকল কবি সাহিত্যিক শুভানুধ্যায়ী সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*