নিজস্ব প্রতিবেদক
মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের হাজী নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ২ দপায় ১ হাজার নিন্মবিত্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ১৭ ও ১৮ এপ্রিল ইছাখালী ইউনিয়নে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা মরহুম হাজি নুরুল হকের বড় ছেলে ও হাজী নুরুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এমরান (লিটন) জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে যাওয়ায় এলাকার নিস্মবিত্ত ও হতদরিদ্র পরিবারগুলো খুব কষ্টে দিনযাপন করছে। মানবিক কারণে পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। তাদের কষ্টে সামিল হতে পেরে আত্মতৃপ্তি অনুভব করছি। এটা আমাদের পরিবারের একান্ত নিজস্ব উদ্যোগ। প্রতিটি ব্যাগে খাদ্যদ্রব্যের মধ্যে ছিল ১৫ কেজি চাউল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চনার ডাল, ২ কেজি আলু, ১ কেজি ভুটের ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি মুড়ি ও ১ কেজি চিরা। ২ দপায় ১ হাজার পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, সমাজের বিত্তবানরা এ দুর্যোগের সময় এগিয়ে আসা উচিত। এতে করে কর্মহীন হওয়া কেউ অভুক্ত থাকবেনা।
