
নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল মোস্তফাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাণনাশের হুমকি পেয়ে ওই ইউপি চেয়ারম্যান গত বুধবার উপজেলার জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরের দিন বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে নওশা নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি কাটাছড়া ইউনিয়নের পশ্চিম বাড়িয়াখালী গ্রামের মৃত কবির আহাম্মদের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার নওশা একাধিক মামলার আসামি।
জিডি থেকে জানা যায়, গত বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চেয়ারম্যান মোস্তফা মিরসরাই সদর থেকে প্রাইভেটকারযোগে ইছাখালী ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। স্থানীয় ঝুলনপুল বাজার অতিক্রম করার সময় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা নওশা ও নুর উদ্দিন তার প্রাইভেটকারের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় চেয়ারম্যানের গাড়ি না থেমে চলতে থাকলে সন্ত্রাসীরা পেছন পেছন গিয়ে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
ইছাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, নওশা ও নুর উদ্দিন এলাকার সন্ত্রাসী। তারা এলাকায় আধিপত্য বিস্তার ও প্রতিনিয়ত জনগণের জানমালের ওপর হামলা করে। জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বলেন, গ্রেপ্তার নওশার বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্টের আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, চেয়ারম্যান নুরুল মোস্তফার জিডির বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে।
সূত্র দৈনিক দেশ রূপান্তর