
নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম (মিরসরাই)-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে পুরো নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু শতাধিক ছাত্রলীগ কর্মী নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকার মাঝি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে মিরসরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এসময় তারা নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে লিফলেট বিতরণও করেন। এছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, ১৬ ইউনিয়ন, দুই পৌরসভা ও মিরসরাইয়ে অবস্থিত সকল কলেজের ছাত্ররীগ নেতারা নৌকার পক্ষে ভোট চেয়ে পুরো উপজেলা চষে বেড়াচ্ছেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু জানান, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ছাত্রলীগের সব নেতাকর্মী মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। মোশাররফের পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।