
নিজস্ব প্রতিনিধি
রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার”স্বাধীনতা পদক-২০১৯”পাওয়ায় সাবেক মন্ত্রী, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে গনসংর্ধনা দেয়া হবে। আগামীকাল শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৩টায় আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা মেলা মঞ্চে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ইতমধ্যে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভায় প্রচার প্রচারনা চালানো হচ্ছে।

অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

উল্লেখ্য, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন মিরসরাইয়ের ৭বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।গত সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহন করে তিনি।