ইবতেদায়ী সমাপনী বৃত্তি পরীক্ষার ফলাফল- মিরসরাইয়ে ফারুকীয়া মাদ্রাসার শতভাগ সাফল্য, বৃত্তি পেয়েছে ১৭জন

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ের ফারুকীয়া মদীনাতুল উলুম মাদ্রাসায় ২০১৭ সালের সমাপনী পরীক্ষায় শতভাগ সফলতার পাশাপাশি ১৭জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে ৯জন ও সাধারণ গ্রেডে ৮জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। সমাপনী পরীক্ষায় ৬জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ শতভাগ পাশ করেছে।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো জাবের সিরাজী, মোঃ ছাইদুল হক, আফিফা জান্নাত মাহী, জান্নাতুল মাঈশা, আফনান তাসনীম নাফিজা, জান্নাতুল ফেরদৌস, আবরার হামিম, শরীফ উদ্দিন, সাদমান বিন করিম, মোঃ মুনতাছির আলম, মোঃইব্রাহিম, মোঃআরাফাত হোসেন, সানজিদা আক্তার, সানজিদা মীম, মুশফিকা তাবাচ্ছুম রিপা, ফাহিমা ইবনাত নাজিয়া ও ফাহিমা আক্তার।

মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ নুর উদ্দিন বলেন, নিয়মিত শিক্ষার্থীদের শ্রেণির পাঠ আদায় করার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্ঠা ও কঠিন বিষয়গুলোতে বিশেষ তদারকি, গুরুত্ব দেওয়ার ফলে অত্র মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের অন্যতম কারণ।


ফারুকীয়া মদীনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাফওয়ান বিন হারুন আল আযহারী বলেন, আল্লাহর অশেষ রহমতে শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। গত বছরও ১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছিলো। ধারাবাহিকভাবে প্রতিবছর সাফল্য অর্জন করছে এই প্রতিষ্ঠান। ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*