উজ্জীবিত নেতা-কর্মীরা-খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে মিরসরাই বিএনপির ব্যাপক প্রস্তুতি


নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার সেনাবাহিনীদের জাতিগত নিধনযজ্ঞের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে আগামী ২৯ শে অক্টোবর রোববার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া। ২৮শে অক্টোবর শনিবার কক্সবাজারের উদ্দেশে সড়ক পথে ঢাকা থেকে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। ওই দিন রাতে চট্টগ্রামে অবস্থান করবে।

এদিকে, খালেদা জিয়ার আগমনকে ঘিরে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে মিরসরাই বিএনপিতে। উজ্জীবিত দেখা যাচ্ছে নেতা-কর্মীদের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে মিরসরাই উপজেলা বিএনপি। একাধিক গ্রæপে বিভক্ত উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ ভেদাভেদ ভুলে কর্মসূচী সফল করতে এক কাতারে মিলিত হয়েছেন। গত বুধবার রাতে চট্টগ্রাম শহরে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহŸায়ক নুরুল আমিন। আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, এডভোকেট খায়রুল ইসলাম বেলাল, আজিজুর রহমান চৌধুরী, নুরুল আবছার চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক বাহার, আব্দুর রহিম বাবলু, বারইয়ারহাট পৌরসভার আহŸায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন,মিরসরাই পৌর বিএনপির আহŸায়ক ফকির আহম্মদ, সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন।

বিএনপির একাধিক নেতা জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সর্বকালের সেবা প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দলীয় কর্মসূচী বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি সভায় অংশ গ্রহন করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট থেকে বড়দারোগারহাট সড়কের দু’পাশে হাজারো নেতাকর্মীরা ঢল নামবে। এছাড়াও ব্যাপক শো-ডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভেদাভেদ ভুলে জাতীয়তবাদের আর্দশের সবাইকে কর্মসূচী সফলে আহŸান জানান তারা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*