নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন করেরহাট উদয়ন ক্লাবের সাবেক সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও করেরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক আমিন (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর ২.৫০ মিনিটে ঢাকা জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। একইদিন রাত সাড়ে ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়। সকলের সর্বজন পরিচিত এই মানুষটিকে শেষ বিদায় জানাতে হাজারো মানুষের ঢল নামে। জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনা মিয়া, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, উদয়ন ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, মোঃ দাউদ, মাসুদ চৌধুরী, আমিনুল হকের ছেলে লিংকন। জানাযায় করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেন সহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
