নিজস্ব প্রতিনিধি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন।
ঊুধবার (২৮ নভেম্বর) তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইলিয়াছ হোসেনের হাতে পদত্যাগপত্রটি তুলে দিয়ে তারপরও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রনালয়েও পদত্যাগপত্র জমা দেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে বিএনপি তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। পাশাপাশি কোন কারণে তার মনোনয়ন বাতিল হলে বিকল্প প্রার্থী হিসেবে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি কামাল উদ্দিন আহাম্মেদ ও বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফকে রাখা হয়েছে।