এশিয়া কাপ মাতালেন মোস্তাফিজ, ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন

ক্রিকইনফো

ইনজুরির পর থেকে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে পারছিলেন না বাংলাদেশের হাসিমুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। তবে এবার এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করে ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করলেন এই কাটার মাস্টার। শেষ ওভারে দুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে জয়ের বন্দরে পৌছে দিয়েছেন দলকে। এছাড়া পুরো টুর্নামেন্টেই ছিল তার ম্যাজিক্যাল বোলিং। ধারাবাহিক পারফরমেন্স দিয়ে এশিয়া কাপ মাতিয়েছেন এই কাটার মাস্টার। ৫ ম্যাচে শিকার করেছেন ১০টি উইকেট। তবে অল্পের জন্য হতে পারেননি টুর্নামেন্টের সেরা বোলার। গড় ও ইকোনমি রেটে পিছিয়ে পড়েছেন রশিদ খানের থেকে। দ্বিতীয় অবস্থানে আছেন মোস্তাফিজ।

আফগান অফস্পিনার রশিদ খানের সংগ্রহ ৫ ম্যাচে ১০ উইকেট। সেরা বোলিং ৪৬ বলে ৩ উইকেট। অথচ মোস্তাফিজের সেরা বোলিং ৪৩ রানে ৪ উইকেট।

কিন্তু রশিদ খানের গড় ১৭.২০ আর মোস্তাফিজের ১৮.৫০। একই অবস্থা ইকোনমি রেটের বেলায়। রশিদের ইকোনমি রেট ৩.৭২ আর মোস্তাফিজের ৪.৪০।

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজ শিকার করেছেন দুই উইকেট। সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে নিয়েছেন দুই উইকেট আর পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ চারটি উইকেট। আর কাল ভারতের বিপক্ষে ফাইনালে দুটি উইকেট।

মোস্তাফিজ ম্যাজিকে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ওভারে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। এই পারফরমেন্স তার ক্যারিয়ারেও নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে সেরা বোলারের তালিকার ৬ষ্ঠ স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি উইকেট শিকার করেছেন সাতটি। সেরা বোলিং ৪২ রানে ৪ উইকেট।

তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন ভারতের কুলদ্বীপ যাদব, জসপ্রিত বুমরা ও রবিন্দ্র জাদেজা।

কুলদ্বীপের উইকেট সংখ্যাও ১০। সেরা বোলিং ৪৫ রানে ৩ উইকেট। আর বুমরা উইকেট তুলেছেন ৭টি। সেরা বোলিং ৩৭ বলে ৩ উইকেট। আর জাদেজা নিয়েছেন ৭ উইকেট। সেরা বোলিং ২৯ রানে ৪ উইকেট।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*