
নিজস্ব প্রতিনিধি
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়মের খবর পেয়ে গোপনে পরিদর্শনে গিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
রবিবার(২৭ জানুয়ারী) মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ১৩২নং খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোটকমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি।
দুদক চেয়ারম্যান সেখানে গিয়ে ১৩২নং খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষর্থীদের সাথে কথা বলেন। কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকে কিনা, থাকলে তাঁর কারণ স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চান দুদক চেয়ারম্যান।
এসময় তিনি সেখানে গিয়ে তিনি মাধ্যমিক বিদ্যালয়ের খোঁজ খবর নেন এবং জানতে পারেন, টেস্ট পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থীকে এবার এসএসসি পরীক্ষায় সুযোগ (সেন্ট-আপ) দেয়নি স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন দুদক চেয়ারম্যান।

এসময় তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে অনৈতিকতার কোনো স্থান থাকতে পারে না। তিনি বলেন, ‘আমাদের সন্তানদের শিক্ষা নিয়ে কাউকেই ছিনি-মিনি খেলতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে শ্রেণিকক্ষে শিক্ষা নিশ্চিত করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ।