ওয়াহেদপুরে রাতের আঁধারে বিভিন্ন সবজি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ে পুর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে ৩০ শতক জমিতে চাষকৃত বিভিন্ন সবজি গাছ উপড়ে ও কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার পাহাড়ের পাদদেশে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, দক্ষিণ ওয়াহেদপুর এলাকার বেচুরাম চন্দ্র নাথের ছেলে সুজন চন্দ্র নাথ ১৫ শতক জমি বর্গা নিয়ে বরবটি চাষ করেছেন। এতে প্রায় ১৫-১৬ হাজার টাকা খরচ হয়েছে। শনিবার রাতে কে বা কারা তাঁর চাষকৃত জমির সব বরবটি গাছ উপড়ে ফেলে। একই রাতে ওই এলাকার কৃষক মনা চন্দ্র নাথের ছেলে কানু চন্দ্র নাথ অন্য থেকে বর্গা নেয়া ১৫ শত জমিতে লাউ চাষ করেছেন। মাত্র লাউ বিক্রি শুরু করেছেন এমন সময় সব লাউ গাছ কেটে দেয়া হয়েছে। এসময় জমির পাশে লাগানো প্রায় ৩০টি পেপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক কানু চন্দ্র নাথ বলেন, গ্রামীণ ব্যাংক থেকে ২০ হাজার টাকা লোন নিয়ে ১৫ শতক জমিতে লাউ চাষ করেছি। কিন্তু রাতের আঁধারে কে বা কারা আমার জমির সব লাউ গাছ ও পাশে রোপন করা পেপে গাছ কেটে দিয়েছে। এখন আমি কিভাবে লোন শোধ করবো বুঝতে পারছিনা।

কৃষক সুজন চন্দ্র নাথ বলেন, মানুষ থেকে টাকা ধার করে বরবটি চাষ করেছি। বরবটি গাছে ফুলও আসছিলো। আর কিছু দিন পরে বাজারে বিক্রি করতাম। বরবটি বিক্রি করে দেনা শোধ করবো চিন্তা করছিলাম। কিন্তু এখন কিভাবে কি করবো মাথায় আসছেনা। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বারকে জানিয়েছি।
এই বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, আমাকে বিষয়টি দুই ক্ষতিগ্রস্থ কৃষক অবহিত করেছেন। যারা এমন অমানবিক কাজ করেছে তা খুবই ন্যাক্কারজনক। আমি কারা এই করেছে চিহিৃত করার চেষ্টা করছি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*