কক্সবাজারস্থ মিরসরাই সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারস্থ মিরসরাই সমিতির উদ্দ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জুন) নগরীর রেডিয়েন্ট লাইফ পিস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোজাহারুল হক।

 

সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ সচিব(অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার) সামছুদ্দৌজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কাস্টমস কর্মকর্তা ( কক্সবাজার এক্সাইজ অফিস),কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী ইঞ্জিনিয়ার বদিউল আলম, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা ডঃ আবদুল আলিম, মিরসরাই সমিতি কক্সবাজারের উপদেষ্টা দেলোয়ার হোসেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক জাবের চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম, কার্য নির্বাহী সদস্য এন,এ আদেল, সহ সমিতির সকল নির্বাহী সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, কক্সবাজার ভূমি অফিস জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী কলিমুল্লাহ।

 

 

উক্ত অনুষ্ঠানে বক্তারা সমিতির সমৃদ্ধি কামনা করেন। এবং আগামীতে মিরসরাইবাসীর সকল সুখ দুঃখে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*