করেরহাটে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া, মেনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরণের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এসএম আবুৃল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সালাহ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেদায়েত উল্লাহ, আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নিজাম উদ্দিন, আফছার হোসেন চৌধুরী, ব্যবসায়ী নিজাম উদ্দি বেলাল কোম্পানী, ইউপি সদস্য শহীদ উল্লাহ, শফি আহম্মদ, আজাদ উদ্দিন, বেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সরোয়ার উদ্দিন, যুবলীগ নেতা ইকবাল ভূঁইয়া, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। শেখ মুজিবের জন্ম মানে বাংলাদেশের জন্ম। কিন্তু ঘাতকদের বুলেটের আঘাতে স্বপরিবারে শহীদ হওয়ার কারণে দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করতে পারেননি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন। উনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার ক্ষমতার রাখার কোন বিকল্প নেই। তাই সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*