করেরহাটে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিরোপা জিতলো শান্তিনীড়


নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের করেরহাটে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। সামাজিক সংগঠন ভালুকিয়া ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া আসরে মোট ১৬ টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে শান্তিনীড় ও এমআর এন্টারপ্রাইজ ক্রীড়া চক্র। চূড়ান্ত প্রতিযোগীতার ফলাফলে চ্যাম্পিয়ন শিরোপা বিজয়ী হয় শান্তিনীড় ক্রীড়া চক্র। রানার্স আপ বিজয়ী হয় এমআর এন্টারপ্রাইজ ক্রীড়া চক্র। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১২ হাজার টাকার প্রাইজবন্ড, রানার্সআপ দলকে ট্রফির পাশপাশি ৮ হাজার টাকা প্রাইজবন্ড দেয়া হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় করেরহাট বাজার পরিচালনা কমিটির সম্পাদক ও ফেন্ডশিপ ক্লাবের প্রতিষ্ঠাতা কামরুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান।


শিক্ষক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করেরহাট স্কুলের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, ফেনী উপাত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাংবাদিক এম মাঈন উদ্দিন, রিগান উদ্দিন, করেরহাট বাজার পরিচালনা কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন কোম্পানী, করেরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খোকন, উপজেলা যুবলীগের সদস্য আলা উদ্দিন আলো, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, মোঃ জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা অহিদুন্নবী শোভন, বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন রাজু, ছাত্রলীগ নেতা তুষার, মেহেদী, শামিম প্রমুখ।

প্রধান অতিথি শেখ আতাউর রহমান তার বক্তব্যে বলেন, তরুন প্রজন্মের ক্রিড়া-সাংস্কৃতিক চর্চার আগ্রহ বঙ্গবন্ধুর সপ্নের আধুনিক সমাজ বির্নিমানে সহায়ক। কারন তরুনদের সাংস্কৃতিক কর্মকান্ডে আগ্রহ বাড়ানো গেলে
মাধক সহ সমাজের নানা আসঙ্গতি থেকে দূরে রাখা সম্ভব।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*