নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন পরিষদের আইনশঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
মতবিনিময় সভায় করেরহাট ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি/সম্পাদক, মসজিদের সকল ঈমাম, ইউনিয়ন পরিষদের সদস্য সহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় করেরহাট ইউনিয়নের আইনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, মাদকমুক্ত করেরহাট ইউনিয়ন গঠনে সমাজকর্মীদের ভুমিকা আরো বাড়াতে হবে। মাদকাসক্ত বখাটেদের উৎপাতে করেরহাটে চুরি ছিনতাই সহ সামাজিক অপরাধ বেড়ে গেছে। তাই সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, ইমাম-মোয়াজ্জিন এবং স্থানীয় নেতৃবৃন্দদের নাম্বার সম্বলিত লিপলেট প্রত্যেক নাগরিকের হাতে তুলে দেওয়া হবে। সচেতন ব্যক্তিরা সর্তক থাকলে সমাজে অপরাধ কমে যাবে। আগামীতে পুনরায় বড় পরিসরে সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভা করা হবে বলে জানান তিনি।
