নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৬ জুন) সকালে জরুরী ত্রাণ হিসেবে ১ ও ২ নং ওয়ার্ডে (চাউলের পরিবর্তে) সরকারি নগদ অর্থ বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
এসময় এনায়েত হোসেন নয়ন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এই উপহার পাঠিয়েছেন। আমাদের প্রিয় অভিবাবক, সাবেক সফল মন্ত্রী ৭বারের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও মিরসরাই এর আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে আপনাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। বিএনপির আমলে এধনের কোন ভাতার ব্যবস্থা ছিল না। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে। তিনি আরো বলেন, এখন করোনার খুব ভয়াবহ সময় যাচ্ছে। আপনারা কেউ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। সব সময় মাস্ক ব্যবহার করবেন। ছোট শিশুদের কিছুতেই বাড়ির বাইরে যেতে দেবেন না।
উল্লেখ্য, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৩৫০ জনের মাঝে ১০০০ টাকা করে বিতরণ করা হবে।
