নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন করেরহাট উদয়ন ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ১০ ডিসেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১৭টি পদে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবদুর রহিম ও পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাকসুদ আলম শাহীন। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, আশিষ কুমার দাশ, সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন রুমন, কোষাধ্যক্ষ গোলাম মুর্তজা, প্রচার সম্পাদক নুরুল করিম রুবেল, অফিস সম্পাদক মঞ্জুরুল কাদের মিরাজ, ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম তারেক, সাহিত্য সম্পাদক টিটু নাগ, সামাজিক সম্পাদক রাজিব কৃষ্ণ দে, সাংস্কৃতিক সম্পাদক মোঃ তানভীর হোসেন, কার্যকরী পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন, রিপন কুমার দাশ, কেফায়েত হোসেন ও রাশেদুল ইসলাম লাভলু। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া।
