কর্ণফূলী ইপিজেড শ্রমিক ফ্রেন্ডস সার্কেলের ব্যাতিক্রমী উদ্দ্যোগ


নিজস্ব প্রতিবেদকঃ

“হেরে যাক বন্যা জিতে যাক মানবতা” এ স্লোগানকে ধারণ করে চট্টগ্রামে কর্মরত ‘কর্ণফূলী ইপিজেড শ্রমিক ফ্রেন্ডস সার্কেল’র একঝাঁক তরুন নেমে পড়েছে উত্তরবঙ্গের বানবাসি মানুষদের জন্য কিছু করার জন্য। ছুটে চলেছেন পুরো ইপিজেডসহ চট্টগ্রামের ওলিগলিতে। বানবাসিদের দুঃখ্য কষ্টের কথা তুলে ধরে সাহার্যের হাতপাতছেন সবার দ্বারে দ্বারে। গড়েছেন বন্যার্তদের জন্য তহবিল।

কর্ণফূলী ইপিজেড শ্রমিক ফ্রেন্ডস সার্কেলের একজন সদস্য আলী রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যম তাঁর আইডিতে এমনটাই পোস্ট করেছেন,
বন্যার্ত মানুষের – কান্নার স্রোত দেখতে কি পাও? বন্যার পানিতে ভাসছে দেশ, সেই সাথে ভাসছে বাংলাদেশের লাখো মানুষের স্বপ্ন, তিল তিল করে গড়ে তোলা সব কিছু যখন বানের পানিতে তলিয়ে নিয়ে যাচ্ছে, তখন চিৎকার করে কাঁদার বদলে সেই মানুষ গুলো উদ্ভরান্তের মত ছুটছে এক বেলা খাবারের আশায়। সেখানে নেই কোনো ঔষধ নেই, কোনো ডাক্তার।
ধুকে ধুকে মরছে আমাদের দেশের অসহায় মানুষগুলো।


এদের মাঝেই হয়ত কেউ আমার বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বোন। এই মানুষ গুলোই কৃষিকাজ করে এখনো আমাদের খাদ্যের যোগান দিয়ে যায়।
আর আজ দেখুন এরা না খেয়ে আছে! অথছ আমরা চুপচাপ বসে টিভি চ্যানেলে খবর দেখে আফসোস করছি!

ধারণা করা হচ্ছে এবারের বন্যা ৮৮ কিংবা ৯৮ কে ছাড়িয়ে যাবে। দু’শো বছরের ইতিহাস এ সবচেয়ে বড় বন্যা হবে এবার।

এই দুর্যোগ বন্যা শুধু নির্দিষ্ট কিছু জেলার নয় নির্দিষ্ট কিছু মানুষের নয় এটা আমাদের সবার দুর্যোগ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করতে হবে।
সবাইকে যার অবস্থান থেকে নিজেদের সামরথের সর্বোচ্চটা নিয়ে এগিয়ে আসতে হবে।

দেশের জনগণ হয়ে অনাহারী বন্যার্ত মানুষগুলোর বেঁচে থাকায় সামান্য হলেও অবদান রাখা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য।

আর তাই অনলাইন কিংবা অফলাইন যে যেভাবে পারেন যতটুকু পারেন সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসার বিনীত অনুরোধ রইলো ।
আপনার একটুখানি সদিচ্ছা বাঁচাতে পারে হাজার প্রাণ।

আপনি চাইলে বিকাশ এর মাধ্যমেও আপনার সাহায্য পাঠাতে পারেন এই বানভাসি মানুষের জন্যে …

সাহায্য পাঠাতে –
বিকাশ – ০১৬২৩৫৬৭৬৬২

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*