কুয়েতের বাংলাদেশ হাউস যেন এক খন্ড বাংলাদেশ

এম.এন আজিম, কুয়েত প্রতিনিধিঃ

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে একটি ঈদুল ফিতর। ধর্মীয় ভাব গাম্ভীর্য্যের মধ্যদিয়ে কুয়েতের প্রবাসীরা নানা আয়োজনের মাধ্যমে দিনটিকে পালন করেছে। সকাল থেকে কুয়েত সিটির কুর্তুবায় সরকারি বাস ভবনে কুয়েত রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সাথে কুয়েত প্রবাসী ও তাদের পরিবারবর্গ শুভেচ্ছা বিনিময় করেন। ওপেন হাউস ডে সকাল হতে কুয়েতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, সাংবাদিকসহ কমিউনিটির নেতৃবৃন্দ একে একে রাষ্ট্রদূতের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের অংশগ্রহনে বাংলাদেশ হাউস পরিণত হয়ে হয়েছে এক খন্ড বাংলাদেশ ।

এসময় রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, প্রবাসের মাটিতে দেশের সুনাম যাতে নষ্ট না হয় সেজন্য তিনি কুয়েতের আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কুয়েতের বিভিন্ন প্রবাসী সুখ-দুঃখের খোজ খবর নেন । এসময় উপস্থিত ছিলেন কুয়েত দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) জহিরুল ইসলাম খাঁন, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানসহ দূতাবাস কর্মকর্তা কর্মচারীবৃন্দ। কুয়েত দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও রাষ্ট্রদূতের আমন্ত্রনে কুয়েত প্রবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রদূত দুপুরে প্রীতিভোজ অংশগ্রহন করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*