কুয়েতে মাদক সম্রাট হানিফের ফাঁদে আটক মিরসরাইয়ের ফারুক

কুয়েত প্রতিনিধি…
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের ফারুক হোসেন ২ বছর যাবৎ কুয়েতের কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন। ১ বছরের কন্যা সন্তানে অসুস্থতার খবর শুনে মেয়েকে দেখতে দেশে যায় ফারুক। বাঁচাতে পারলনা একমাত্র মেয়ে ফারুক। ছুটি শেষে শোক আহত ফারুক কুয়েতে আসার সময় হলে কুয়েত থেকে ফোন করে মাদক ব্যবসায়ী করেরহাট ইউনিয়নের বাসিন্দা পশ্চিম জোয়ার গ্রামের সুলতানের ছেলে হানিফ। আসার সময় তার মায়ের দেওয়া মাংস গুলো জরুরী নিয়ে আসতে বার বার ফোন করতে থাকে হানিফ কুয়েত থেকে। বাড়ী থেকে বের হওয়ার ৩০ মিনিট আগে হানিফের খালাতো ভাই মাংসের চালানী বলে ১ কেজি গাজা দিয়ে দেয় ব্যাগের ভিতর এদিকে সরল মনে ফারুক এলাকার ভাই বন্ধু হিসেবে চালানি গুলো চেক না করে তাড়াতাড়ি ব্যাগে ভরে পেলে। ঢাকা এমিগ্রেশন গাজা গুলো ধরতে না পারলে আটকে যায় কুয়েত এমিগ্রেশন পুলিশের হাতে। গাজার মামলায় ফারুক বিচারাধীন ২ বছর কুয়েতের কারাগারে মানবেতর জীবন যাপন করছে। কারাগার থেকে ফারুক তার ফেসবুক ফেইজে বিস্তারিত লিখতে না পারলেও হানিফের ছবি দিয়ে Ata holo hanif a amar jibon alomelo kore dilo.ফারুক আটক হওয়ার ২ মাস পরে অবৈধ ব্যবসা ও চুরির জন্য হানিফ কে আটক করে কুয়েত পুলিশ সেখান থেকে টাকা মাধ্যমে ওয়াস্তা দিয়ে দেশে চলে যায়। বর্তমানে হানিফ এলাকায় পালিয়ে বেড়াচ্ছে।ছবিটি ফারুকের ফেসবুক থেকে নেয়া। ফারুক সকলের সহযোগিতায় এই কষ্টে জীবন থেকে মুক্তি চায়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*