কোরবানীর জন্য গরু প্রস্তুত রয়েছে মিরসরাইয়ের ফারদিন এগ্রোতে

নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গরু মোটাতাজা করে প্রস্তুত রয়েছে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগরে অবস্থিত ফারদিন এগ্রোতে। গত বছরও কিছু গরু কোরবানীর সময় বিক্রি করেছিলেন। লাভও হয়েছে ভালো। এবার আরো বেশি পরিসরে গরু প্রস্তুত রয়েছে বলে জানান ফারদিন এগ্রোর স্বত্বাধিকারী মাষ্টার রেজাউল করিম।

 


মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সরেজিমনে গিয়ে দেখা গেছে, খামারের দায়িত্বরত ম্যানেনজার সাদ্দামের তত্বাবধানে কয়েজন কর্মচারী সেটে রাখা গরুর পরিচর্চা করছে। নিজেদের জমিতে উৎপাদিত বিভিন্ন ঘাষ খাওয়ানো হচ্ছে। সাদ্দাম হোসেন বলেন, আমরা গরুর প্রতি খুবই যত্নবান। খামারে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রয়েছে। খামার থেকে গরু ক্রয় করে নিয়ে যায় ক্রেতারা। ইতমধ্যে শহরের কয়েকটি ব্যবসায়ী গ্রুপ গরু দেখে গেছে। আশা করছি দুএকদিনের মধ্যে সব গরু বিক্রি হয়ে যাবে।

 


ফারদিন এগ্রোর সত্বাধিকারী মাষ্টার রেজাউল করিম জানান, ৫ বছর আগে তিনি তার এগ্রো ফার্ম চালু করেন। এগ্রো ফার্মটি চালু করার পর থেকে সুনামের সাথে কোরবানীর গরু মোটাতাজাকরণ করে বিক্রি করে আসছেন। এবার তিনি কুড়িগ্রাম ও রংপুর থেকে ৫০ টি দেশী প্রজাতির গরু ক্রয় করে মোটাতাজাকরণ করেন। খামারে গরু মোটাতাজাকরণে প্রাকৃতিকভাবে ভুসি, ভুট্টা, খড়, খৈল, নালী ও নিজের জমিতে চাষকৃত নিপিয়ার ঘাসই খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ইনজেকশন কিংবা ট্যাবলেট এই খামারে নিষিদ্ধ। গতবছর প্রায় ১৭ লক্ষাধিক টাকা লাভ পান কোরবানীর গরু বিক্রি করে। এবার ৪০ হাজার টাকা করে ৫০ টি গরু ক্রয় করে মোটাতাজা করা হয় খামারে। ভালো দাম পেলে এবার প্রায় ১১ থেকে ১২ লক্ষাধিক টাকা লাভ হবে বলে আশাবাদী তিনি। তবে ভয় ভারতের গরু নিয়ে, ঈদে ভারত থেকে গরু আসলে মাথায় হাত পড়বে। বিষয়টি সরকারকে দেখা উচিত।

 

 

মিরসরাই উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গবাদিপশু হৃষ্টপুষ্টকরণে ক্ষতিকর স্টেরয়েড হরমোন জাতীয় ঔষুধ ব্যবহার করেনা ফারদিন এগ্রোতে। শুধু ফারদিন এগ্রো নয়, উপজেলায় ক্ষতিকর স্টেরয়েড হরমোন জাতীয় ঔষুধ ব্যবহারকৃত গবাদিপশু নেই বলে আমার বিশ্বাস

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*