ক্যান্সারের কাছে হেরে গেলেন ডা. আলাউদ্দিন


নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে মরণব্যাধী ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে হার মানলেন ডা. আলাউদ্দিন। শনিবার ( ২৫ আগষ্ট) ভোর সাড়ে ৫ টায় চিকিৎসাধনীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আজ বিকেল ৩টায় মরহুমের নিজবাড়িতে জানাযা অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি।

আলাউদ্দিন উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী মোল্লা বাড়ীর মরহুম আবু তাহেরের তৃতীয় পুত্র।

ডা. আলাউদ্দিন ১৯৯৬ সালে আবুতোরাব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৮ সালে চট্টগ্রাম কলেজ থেকে ১৯৯৮ সালে এইচএসসি পাশ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ৪১তম ব্যাচে এম.বি.এস পাশ করেন তিনি। এরপর স্বাস্থ্য বিভাগে বিসিএস পাশ করেন। তিনি মিরসরাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*