ক্ষমতায় না থাকলেও দেশ ছেড়ে পালিয়ে যাব না : ওবায়দুল কাদের

 

নিজস্ব প্রতিনিধি

নিজের দল ক্ষমতায় না থাকলেও দেশ ছেড়ে পালিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের

শুক্রবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ দেশেই রাজনীতি করে, দেশের মানুষের জন্য রাজনীতি করে। তারা ক্ষমতায় না গেলেও দেশ ছেড়ে পালাবে না। উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। আগের চেয়েও অনেকগুণ বেশি আমরা উন্নয়ন উপহার দিয়েছি।

সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি এখন সারা দুনিয়াতেই আছে। এটা এখন ওয়েব লাইভ হয়ে গেছে। কিন্তু আমরা দুর্নীতিকে ছাড় দেইনি।

তিনি আরো বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*