খেলতে পারছেন না মুমিনুলও, দলে মোস্তাফিজ-শান্ত

ক্রীড়া টাইমস…

সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে নামতে পারছেন না মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস- এ খবর আগেই পাওয়া গিয়েছিল। অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন দলের নতুন নেতা তমিম ইকবাল। কিন্তু পরে সে তালিকায় যুক্ত হয়ে গেল আরেকটি নাম। তিনি মুমিনুল হক।
ওয়েলিটংটন টেস্টে ব্যাটিংয়ের সময় বল লেগে পাঁজরে চোট পেয়েছিলেন মুমিনুল। মুশফিক-ইমরুলের চোটের তীব্রতা বেশি বলে অনেকটাই আড়ালে ছিল মুমিনুলের চোট। কিন্তু তাকেও মেনে নিতে হচ্ছে একই ভাগ্য।
আগের দিনই কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেছিলেন, মুমিনুলের সমস্যা আপাতত নেই। এক্সরেতে চিড় জাতীয় কিছু ধরাও পড়েনি। গোল বেঁধেছে অনুশীলনে। ম্যাচের আগের দিন ব্যাটিং অনুশীলনে গিয়ে মুমিনুল টের পান, চোট যায়নি। স্বাভাবিক নড়াচড়ায় সমস্যা আছে বেশ। শেষ পর্যন্ত তাই তাকেও দেওয়া হলো বিশ্রাম। টিম ম্যানেজমেন্ট সূত্রে এমনটাই জানা গেছে।
চোটের পর চোটে দলে এখন প্রায় জরুরি অবস্থা। শেষ মুহূর্তে তাই স্কোয়াডে নেওয়া হয়েছে দলের সঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত ও মোস্তাফিজুর রহমানকে। ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য নিউজিল্যান্ডে আসা তরুণ ব্যাটসম্যন শান্ত এখন টেস্ট অভিষেকের অপেক্ষায়!
২০ জানুয়ারি ক্রাইস্টার্চে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*