নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবক আত্নহত্যা করেছে। উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজতালুক গ্রামের নুরুল হক হাজ্বী বাড়িতে এই আত্নহত্যার ঘটনা ঘটে। ওই যুবকের নাম মান্নান (৩৮)। সে নিজতালুকের শফি উল্ল্যাহর পুত্র। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে মান্নান রান্নাঘরের তীরের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, সকালে বাড়িতে কেউ না থাকার একপর্যায়ে তিনি আত্মহত্যা করেছেন। রান্নাঘরের রশিতে ঝুলন্ত অবস্থায় মান্নানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহত মান্নান ২ মাস আগে মিরসরাই পৌরসভার তালবাড়িয়া গ্রামের মৃত বাদশা মিয়ার কন্যা লিমা আক্তারকে বিয়ে করেছিল। নববধূ লিমা শোকে অনেকটাই পাথর হয়ে গেছে। তবে মাঝে মাঝে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।