খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ কারাগারে,প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক…
মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিমকে চট্টগ্রামের একটি আদালত মারামারি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। এই ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। সে মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

রবিবার সন্ধ্যায় মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকায় মিছিল শেষে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ নেতারা দাবি করেন, ‘একটি বিশেষ মহল ষড়যন্ত্র করে মাসুদকে মামলায় জড়িয়ে জেলে পাঠিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। অন্যথায় মামলার বাদি পক্ষের লোকজনকে মিরসরাইর মাটি থেকে অবাঞ্ছিত করা হবে।’

সমাবেশ থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন এ ঘটনায় চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের এক নেতাকে উদ্দেশ্যে করে বলেন, ‘ছাত্রলীগ নেতা কারামুক্তি দেয়া না হলে মামলার বাদিসহ ‘ভাইসা লীগ’র যাদের রাস্তায় দেখা যাবে তাদের পিটানো হবে।’

সমাবেশ থেকে ছাত্রলীগ নেতারা সোমবার (১৭ এপ্রিল) মাসুদ করিমের মুক্তির দাবিতে আবারো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছেন। উপজেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সমাবেশ সকাল ১১টায় উপজেলা সদরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল, বর্তমান সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন ও খৈয়াছরা ইউনিয়ন যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রমুখ।

মাসুদ করিমের আইনজীবি এডভোকেট নারায়ন চর্মকার জানান, ‘একটি জিআর মামলায় (যার নম্বর ২০৯) রবিবার অতিরিক্ত চীপ জুডিশিয়াল মেজিষ্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে মাসুদ করিমের জামিন আবেদন করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।’

উল্লেখ্য, ২০১৪ সালে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিমকে আসামী করে সাইফুদ্দীন বাপ্পী নামের এক ছাত্রলীগ কর্মী একটি মামলা দায়ের করেন। ওই মামলায় একই বছর মাসুদ করিমকে একমাত্র আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করে মিরসরাই থানা পুলিশ। ওই মামলায় এতদিন মাসুদ করিম পলাতক ছিলেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*