
নিজস্ব প্রতিনিধি
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামীলীগ প্রার্থী ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাত শাখার নেতৃবৃন্দ। বুধবার (১৯ ডিসেম্বর) রাতে মন্ত্রীর গ্রামের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাত শাখার সদস্য সচিব ও মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, যুবলীগ নেতা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন, আনোয়ারুল হক নিজামী, যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ রহমান সহ নেতৃবৃন্দ।এসময় মন্ত্রী তাদের নিজ নিজ এলাকায় নৌকার পক্ষে কাজ করার নির্দেশ প্রদান করেন।
প্রসঙ্গত,নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে গত কয়েকদিন পূর্বে তাঁরা দেশে আসেন।