All-focus

গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মিরসরাইয়ে আগামীতে কোন বেকার থাকবে না

All-focus

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে আর বেকার থাকবে না,আমরা প্রতিটি গ্রামকে শহরে রুপান্তর করবো।পশ্চিমের চরান্ঞ্চলকে অর্থনৈতিক অন্ঞ্চলে রুপ দিয়েছি,এবার পূর্বের পাহাড়ী অন্ঞ্চলকে উন্নত করবো।

অখন্ডমন্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরুপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উক্ত উৎসবের চরিত্রগঠন শীর্ষক ধর্মসভায় উওর জেলা অখন্ড সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় রন্জন দের সন্ঞ্চালনায়, গোপাল চন্দ্র বণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিডিএ চেয়ারম্যান আব্দুল ছালাম,কালুরঘাট তারানন্দ মহাকালী যোগাশ্রমের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজ,শ্রীমৎ জহর ব্রক্ষচারী, শ্রীমৎ বিশ্বজিৎ চৈতন্য ব্রক্ষচারী, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দীন, উওর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল খান,গোপাল দেব নাথ সহ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র অখন্ড সংহিতা পাঠ,সমবেত উপাসনা,যৌগিক আসন মূদ্রা প্রদর্শনী সহ স্বামী স্বরুপানন্দ ও চরিত্রগঠন শীর্ষক ধর্মসভা অনুষ্ঠিত হয়।

All-focus
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*