নিজস্ব প্রতিনিধি
ঘোপাল ইউনিয়নের বায়তুস সালাম জামে মসজিদে একলাখ টাকা অনুদান দিয়েছেন ইউনাইটেড ট্রাষ্ট। সম্প্রতি ইউনাইটেড ট্রাষ্ট সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদ কমিটির কাছে অনুদানের চেক তুলে দেন ট্রাষ্ট্রের তত্ত্বাবধায়ক মোঃ ফয়সাল ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও বায়তুস সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজ্বী মহসিন আলী, সভাপতি মোহাম্মদ এছাক, কোষাধ্যক্ষ ডা. আবুল কাশেম।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজ্বী মহসিন আলী বলেন, ঢাকাস্থ ইউনাইটেড গ্রুপের ইউনাইটেড ট্রাষ্ট দীর্ঘ সময় ধরে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে যা অত্যন্ত প্রশংসনীয়। তারই ধারাবাহিকতায় আমাদের মসজিদের উন্নয়ন কর্মকান্ডের জন্য এক লাখ টাকা অনুদান প্রদান করায় মসজিদ কমিটির পক্ষ থেকে উনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
